রবিবার, ২৬ জুন, ২০১১

সিলেটে প্রতি সপ্তাহে আউটসোর্সিং সেমিনার

সিলেটের জনসাধারণকে আউটসোর্সিং এ উদ্বুদ্ধ করতে এবং এর প্রসারের লক্ষ্যে "সিলেট আইটি একাডেমী"তে একটি ব্যতিক্রমধর্মী উদ্দ্যোগ নেয়া হয়েছে। আগামী ১লা জুলাই থেকে পরবর্তী কয়েক সপ্তাহজুড়ে প্রত্যেক শুক্রবারে প্রতিষ্ঠানটিতে বিনামূল্যে আউটসোর্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। এজন্য প্রথমে রেজিষ্ট্রেশন করে সেমিনারের দিন ও সময় জেনে নিতে হবে।

সেমিনারে যে সকল বিষয়ের উপর আলোচনা করা হবে সেগুলো হল -
  • আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং পরিচিতি
  • জনপ্রিয় কয়েকটি মার্কেটপ্লেস পরিচিতি
  • কাজ করার পদ্ধতি
  • দেশে টাকা আনার পদ্ধতি
  • কাজে দক্ষ হবার উপায়সমূহ
  • এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়াবলী।
সেমিনারটি পরিচালনা করবেন "বেসিস ফ্রিল্যান্সার অব দ্যা ইয়ার ২০১১" এওয়ার্ড প্রাপ্ত ফ্রিল্যান্সার এবং প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ জাকারিয়া চৌধুরী

রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে - ০১৭১৭০২২৬৮১

সোমবার, ১ নভেম্বর, ২০১০

পরিচিতি

"সিলেট আইটি একাডেমী" হচ্ছে একটি সময়োপযোগী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানে আমরা যে সকল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি সেগুলো হল -
  • বেসিক কম্পিউটার কোর্স - MS Word, Excel, Powerpoint, Access
  • প্রোগ্রামিং কোর্স - C, Java
  • ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স - HTML, CSS, Javascript, PHP, MySQL, CodeIgniter, Joomla
  • গ্রাফিক্স ডিজাইন কোর্স - Photoshop, Illustrator
  • এনিমেশন কোর্স - Flash, 3ds Max
  • ফ্রিল্যান্স আউটসোর্সিং
  • কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কোর্স
  • ডাটাবেইজ কোর্স - MS Access, Oracle, MySQL
শিক্ষার্থীদের সুবিধার জন্য কোর্সগুলোকে আমরা বিভিন্ন মডিউল এবং প্যাকেজে বিভক্ত করেছি। উদাহরণসরূপ - HTML, CSS, Javascript নিয়ে একটি মডিউল, PHP, MySQL নিয়ে আরেকটি মডিউল এবং Joomla হচ্ছে পৃথক একটি মডিউল। তিনটি মডিউল নিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্টের পূর্ণাঙ্গ প্যাকেজ। কেউ হচ্ছে করলে যে কোন এক বা একাধিক মডিউল শিখতে পারেন অথবা পূর্ণাঙ্গ একটি প্যাকেজে ভর্তি হতে পারেন।

ভর্তি এবং কোর্স সংক্রান্ত তথ্যের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন -

সিলেট আইটি একাডেমী
শুভেচ্ছা ৮৬/১, মিয়া ফাজিল চিস্ত
পূর্ব সুবিদবাজার, সিলেট
ফোন - ০১৭১৭০২২৬৮১