সোমবার, ১ নভেম্বর, ২০১০

পরিচিতি

"সিলেট আইটি একাডেমী" হচ্ছে একটি সময়োপযোগী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানে আমরা যে সকল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি সেগুলো হল -
  • বেসিক কম্পিউটার কোর্স - MS Word, Excel, Powerpoint, Access
  • প্রোগ্রামিং কোর্স - C, Java
  • ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স - HTML, CSS, Javascript, PHP, MySQL, CodeIgniter, Joomla
  • গ্রাফিক্স ডিজাইন কোর্স - Photoshop, Illustrator
  • এনিমেশন কোর্স - Flash, 3ds Max
  • ফ্রিল্যান্স আউটসোর্সিং
  • কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কোর্স
  • ডাটাবেইজ কোর্স - MS Access, Oracle, MySQL
শিক্ষার্থীদের সুবিধার জন্য কোর্সগুলোকে আমরা বিভিন্ন মডিউল এবং প্যাকেজে বিভক্ত করেছি। উদাহরণসরূপ - HTML, CSS, Javascript নিয়ে একটি মডিউল, PHP, MySQL নিয়ে আরেকটি মডিউল এবং Joomla হচ্ছে পৃথক একটি মডিউল। তিনটি মডিউল নিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্টের পূর্ণাঙ্গ প্যাকেজ। কেউ হচ্ছে করলে যে কোন এক বা একাধিক মডিউল শিখতে পারেন অথবা পূর্ণাঙ্গ একটি প্যাকেজে ভর্তি হতে পারেন।

ভর্তি এবং কোর্স সংক্রান্ত তথ্যের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন -

সিলেট আইটি একাডেমী
শুভেচ্ছা ৮৬/১, মিয়া ফাজিল চিস্ত
পূর্ব সুবিদবাজার, সিলেট
ফোন - ০১৭১৭০২২৬৮১

২টি মন্তব্য: